NBR Office
Shahid Minar
Shahid Minar
Shahid Minar
Shahid Minar
Shahid Minar
previous arrow
next arrow

এক নজরে

জাতীয় রাজস্ব বোর্ড (জারাবো) রাজস্ব প্রশাসনের শীর্ষ সংস্থা। এটি ১৯৭২ সালের রাষ্ট্রপতি আদেশ নং – ৭৬ দ্বারা গঠিত হয়েছে। প্রশাসনিকভাবে জাতীয় রাজস্ব বোর্ড অর্থ মন্ত্রনালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে পরিচালিত হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব জারাবো’র এক্স-অফিসিও চেয়ারম্যান ও প্রশাসনিক প্রধান।

জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান দায়িত্ব হলো কাস্টমস, আয়কর ও মূল্য সংযোজন কর সংক্রান্ত বিধি-বিধান তৈরি এবং তার আলোকে যথাযথ কর-রাজস্ব আদায় করা। এ ছাড়াও চোরাচালান প্রতিরোধ, শুল্ক-কর সংক্রান্ত আর্ন্তজাতিক চুক্তি সম্পাদন ও সরকারের রাজস্ব নীতি সংক্রান্ত যেকোনো বিষয়ে প্রতিনিধিত্ব করা।জাতীয় রাজস্ব বোর্ড কাস্টমস, মূসক ও আয়কর অনুবিভাগের মাধ্যমে কাজ করে। আয়কর অনুবিভাগ বিসিএস (কর) এবং কাস্টমস ও মূসক অনুবিভাগ বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডার দ্বারা পরিচালিত হয়। তা ছাড়াও আইটি অনুবিভাগ এবং পরিসংখ্যান ও গবেষণা অনুবিভাগ নামে আরো দুটি অনুবিভাগ রয়েছে।

কর অঞ্চল-কক্সবাজার এর আওতায় ২২টি উপ কর কমিশনারের কাযার্লয় (সার্কেল অফিস) আয়কর নির্ধারণ ও কর আদায় কাজে নিয়োজিত। সার্কেল অফিসের কার্যক্রম তদারক করে থাকেন অতিরিক্ত/যুগ্ম কর কমিশনারের পরিচালনায় ৪টি রেঞ্জ অফিস। কর কমিশনারের কার্যালয় এসকল কার্যালয়ের কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকেন ।

পরিকল্পনা ও বাস্তবায়নঃ কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৮, ঢাকা।
কারিগরি সহযোগিতায়ঃ ০১৬-৭০-২৩৩-১৭০